শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
আটক ১১ শিক্ষক, মুচলেকায় মুক্ত

গফরগাঁওয়ে কোচিং সেন্টারে অভিযান

গফরগাঁওয়ে কোচিং সেন্টারে অভিযান

গফরগাঁও (ময়মনসিংহ), ০৩ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার এর কার্যত্রুম পরিচালনা করায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১জন শিক্ষককে আটক করা হয়। আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান পৌর এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন ।

জানা যায়, উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত ২৯ র্মাচ থেকে পরীক্ষা শেষ না হওয়া র্পযন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রনালয় । ্কিন্তুু গফরগাঁও পৌর শহরের বিভিন্ন কোচিং সেন্টারগুলো সরকারি নির্দেশনা অমান্য করে তাদের কোচিং র্কাযত্রুম পরিচালনা করে আসছে । ইতিপূর্বে বহুবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা সত্বেও কোচিং সেন্টার গুলো তাদের কার্যত্রুম বন্ধ করেনি ।

আজ মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান ও থানা পুলিশের সহায়তায় পৌর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১জন শিক্ষককে আটক করেন । পরে আটককৃতরা সরকারি নির্দেশ অমান্য করা হবে না এবং ‘পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো হবেনা’এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত ২৯র্মাচ থেকে পরীক্ষা শেষ না হওয়া র্পযন্ত দেশের সব কোসিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রনালয়। সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় আকষ্মিক অভিযানে বিভিন্ন কোচিং থেকে ১১জন শিক্ষককে আটক করা হয়। পরে সকলেই প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের নিকট নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ‘পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালাবেন না এই মর্মে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত