
সিরাজগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জে পৃখব দুটি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার কদমপাল গ্রামের গতকাল সোমবার রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে বদিউজ্জামানের ২টি ঘরসহ মালামাল পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষক্ষতি হয়েছে।
এদিকে রায়গঞ্জ উপজেলার ধানঘরা বাজারে দু’টি দোকান ভষ্মিভূত হয়েছে। সোমবার গভীর রাতে এই অগ্নিকান্ডে আজম তালুকদারের মালিকানাধিন ভাড়া করা টিনের কাঁচা ঘরের হোসেন আলীর কাপড়ের দোকান ও সাগরের বিকাশ কাম ভ্যারাইটি স্টোর মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানান। তারা আরো জানান, কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রন আনে। এ কারণে জানমালের রক্ষা পায় এই বাজারের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা