রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল পাচার চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল পাচার চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল পাচার চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার (দশটাকা কেজি দরের চাল) সাইফুল ইসলামের বিরুদ্ধে বরাদ্দকৃত চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে স্থানীয় সাংবাদিকরা আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে ওই ইউনিয়নের রয়হাটি মাদ্রাসা কেন্দ্রের ফেয়ার প্রাইজ কার্ডধারীরা জানান, সকালে তারা চাল নিতে বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখেন সেখানে কোন চাল নেই এবং ডিলারও নেই। তারা এ ব্যাপারে ইউএনও বরাবরে মোবাইল ফোনে অভিযোগ করেন।

রায়গঞ্জ উপজেলার ইউএনও মো. ইকবাল আখতার তাৎক্ষণিক ওই ইউনিয়নের ট্যাগ অফিসারকে অকুস্থলে পাঠান। ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি অফিসার মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে বিক্রয় কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দুরে ঘুড়কা বাজারের একটি ওষুধের গোডাউন থেকে মঙ্গলবার দুপুরে সাকুল্য বরাদ্দ মোট ২৮৩ বস্তা চাল ( প্রতি বস্তা ৩০ কেজি হারে) উদ্ধার করা হয়। ট্যাগ অফিসার ও সাংবাদিকদের উপস্থিতিতে কার্ডধারীদের মাঝে বিকেলের দিকে চাল বিতরণ শুরু করা হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, নতুন নিযুক্ত ডিলার ৫৬৫ কার্ডের বিপরীতে দুই দফায় ৫৬৫ বস্তা চাল প্রথম বরাদ্দ পান মার্চ মাসে। সে চাল বিতরণেও তার নানা প্রকার অনিয়ম রয়েছে। এপ্রিল মাসে প্রথম দফায় দ্বিতীয়বার বরাদ্দ হয় ২৮৩ বস্তা চাল। এর পুরোটাই উক্ত ডিলার পাচারের চেষ্টা করেছিলেন। ট্যাগ অফিসার এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে ডিলার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রয়হাটি কেন্দ্রে তার পাকা গোডাউন না থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি ঘুড়কা বাজারে নিজস্ব ওষুধের গোডাউনে চালের বস্তা গুলো রেখেছিলেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত