![দিনাজপুরে রাকাবের পারফরমেন্স পর্যালোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/abnews-24.bbbbbbbbbbbbbb_133546.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৩ এপ্রিল, এবিনিউজ : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ব্যাংকের ধারাবাহিক লাভজনকতা ধরে রাখতে কম সুদবাহী আমানত সংগ্রহ করতে হবে। সেইসাথে নতুন নতুন গুণগত মানসম্পন্ন বিনিয়োগের কোন বিকল্প নেই। তিনি সরকারের বিভিন্ন কর্মসূচিতে ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য লাভজনক খাতে ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকগণকে সমন্বিত ও নিরলসভাবে কাজ করার তাগিদ দেন।
আজ মঙ্গলবার ৩ এপ্রিল সকালে দিনাজপুর শহরের বালুবাড়িতে পল্লীশ্রী মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর ও দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকগণের পারফরমেন্স পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে রাকাব রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মো. রকিবুর রহমান খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী আলমগীর, দিনাজপুর উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক মো. বদিউজ্জামান প্রধান, দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের স্টাফ কর্মকর্তা মুকুল বর্দ্ধন, ব্যবস্থাপনা পরিচালকের স্টাফ কর্মকর্তা মোস্তাক হাসান, রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপকের স্টাফ কর্মকর্তা রেজবাহুল ইসলাম, রাকাব অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলী, সিবিএ দিনাজপুর উত্তরের সভাপতি নুরে আলম সিদ্দিকী, দক্ষিণের সভাপতি ফিরোজ জামান শাহ্, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা