শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
হত্যা মামলা

পটিয়ায় পুন:ময়না তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়ায় পুন:ময়না তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম), ০৩ এপ্রিল, এবিনিউজ : পৌরসদরে জয়নাব বেগম নামে এক মহিলার মৃত্যু সংক্রান্ত ময়না তদন্ত রির্পোট পুন:তদন্তের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে গাজী কনভেশন হলের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী গাজী আবু তাহের সংবাদ সম্মেলন করেছে। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজী আবু তাহের জানান, গত ১৭ জানুয়ারী গাজী কনভেশন হলের প্রতিরক্ষা দেওয়ালটি পার্শ্ববর্তী বাড়ির মালিক নুরুল আবছার লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে।

গত ২০ জানুয়ারী দেওয়ালটি পুন: সংস্কার করতে গেলে নুরুল আবছারের স্ত্রী জয়নাব বেগম বাধা দেয় ও গালিগালাজ করে। হার্টের রোগী হওয়ায় জয়নাব বেগম এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে থাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ সময় কর্তব্যরত ডাক্তার জয়নাব বেগমের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি এবং হাসপাতালে তাকে মৃত আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ সংক্রান্তে জয়নাব বেগমের পুত্র বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানোর সময় মৃত ব্যাক্তির শরীরে আঘাতের চিহৃ নেই বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন। এদিকে চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ময়নাতদন্তের রির্পোটে জয়নাব বেগমের পেটে আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে বলে অভিমত দেন। ভুক্তভোগী গাজী আবু তাহের গংয়ের অভিযোগ ফরেনসিক বিভাগের ডাক্তার হাবিবুর রহমান বাদী পক্ষের সাথে প্রভাবিত হয়ে একটি মিথ্যা ময়না তদন্ত রির্পোট দাখিল করেছেন। যাহা পটিয়া থানা পুলিশ ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রির্পোটের সাথে কোন মিল নেই। ফলে মিথ্যা মামলায় গাজী কনভেশন হলের পরিচালকসহ নিরীহ ব্যক্তিরা এ মামলার হয়রানির শিকার হচ্ছে। তারা সঠিক পুন: ময়না তদন্ত রির্পোট প্রদানসহ মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান।

এছাড়াও গাজী আবু তাহের সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পটিয়া পৌর সদরে ৪নং ওয়ার্ড আমার পিতা মরহুম আলহাজ¦ গাজী নুরুচ্ছফা একজন এলাকার সুপরিচিত ও সৎ ব্যবসায়ী। আমাদের পরিবার সম্ভ্রান্ত পরিবার। আমি গাজী আবু তাহের সহ আমার ভাইয়েরা ব্যবসায়ী ও প্রবাসে অবস্থান করে সৎ উপায়ে আয় রোজগারের সাথে জড়িত। আমাদের কর্মকান্ডে সরকার লাখ লাখ টাকা রাজস্ব প্রাপ্তি সহ বৈদেশিক রেমিটেন্স পেয়ে থাকে। তিনি জয়নাব বেগমের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজী মো: হেলাল উদ্দিন, গাজী আমির হোসেন, গাজী গিয়াস উদ্দিন, মোহাম্মদ মুছা, গাজী আনোয়ার হোসেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত