![পটিয়ায় একজনকে হত্যার হুমকি ও বাড়িতে অগ্নিসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_133549.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০৩ এপ্রিল, এবিনিউজ : পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড গোবিন্দারখীল ওভারশিয়ারের বাড়িতে গত ৩১ মার্চ রাত সাড়ে ৩ টায় মো: নিজাম উদ্দিন সহ তার পরিবারকে হত্যার হুমকি এবং বাড়ির গোয়াল ঘর সংলগ্ন একটি খড়ের পাড়ায় অগ্মি সংযোগ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত আকতার কামালের পুত্র মো: নিজাম উদ্দিন বাদী হয়ে মো: আকতার হোসেন (৫০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ নং-৯৪০/১৮ইং দায়ের করেছে।
থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মো. নিজাম উদ্দিনের সাথে প্রতিপক্ষ আকতার হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জায়গা জমির ভাগাভাগি ও দখল বেদখল নিয়ে বিরোধ চলে আসছিল। এতে নিজাম উদ্দিন প্রতিকার চেয়ে ২০০৬ সালে পটিয়া সিনিয়র সহকারী জজ ১ম আদালতে অপর মামলা নং-৫৩১/০৬ইং দায়ের করে।
বিজ্ঞ আদালত মামলাটি বর্তমানে চলমান রয়েছে এবং আগামী ১৫/৫/১৮ইং শুনানীর দিন ধার্য্য রয়েছে। কিন্তু প্রতিপক্ষ বিবাদীগণ তা না মেনে গায়ের জোরে উক্ত বিরোধীয় সম্পত্তি জোর পূর্বক দখল পাঁয়তারা চালালে এতে মো: নিজাম উদ্দিন গং বাধা দিলে তাদেরকে আদালতের মামলা প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হত্যার হুমকি দেয় বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ।
এব্যাপারে মো: নিজাম উদ্দিন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়ার এমপি আলহাজ সামশুল হক চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ পিপিএম’র সুদৃষ্টি কামনা করেছেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা