
পটিয়া (চট্টগ্রাম), ০৩ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়ার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষক আবুল হাসেমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল তিন টায় ঢাকার মিরপুর থেকে আবুল হাসেমকে গ্রেফতার করা হয় বলে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তিন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চরপাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ঐ স্কুলে বিকালে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন, এসময় তিনি ছাত্রীদের শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। এরমধ্যে একজন শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়েছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। স¤প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের বিষয়টি জানালে এ ঘটনায় গত সোমবার রাতে হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক কর্ণফুলী থানায় প্রধান শিক্ষক আবুল হাসেমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই শিক্ষকের খোঁজে পুলিশ তাঁর বাড়িতে গেলে তাকে পাওয়া না গেলে ঐ সময় তার স্বজনরা জানান, স্কুলের কাজে আবুল হাসেম ঢাকা গেছেন বলে জানালে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে ঢাকার মিরপুর থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেল ৩ টায় মিরপুর এলাকার একটি রেস্তোরা থেকে তাকের গ্রেফতার করতে সক্ষম হয় বলে কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তাফা জানান।
এ ঘটনায় এলাকায় চরপাথরঘাটায় শিক্ষার্থী ও অভিভাবক মহলের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ন্যাক্কারজনক এ ঘটনায় এলাকাবাসী ঐ শিক্ষকের বিচার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা