বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটুয়াখালীর গলাচিপায় ৫ ভুয়া কোষ্টগার্ড গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় ৫ ভুয়া কোষ্টগার্ড গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় ৫ ভুয়া কোষ্টগার্ড গ্রেফতার

পটুয়াখালী, ০৩ এপ্রিল, এবিনিউজ : পটুয়াখালীর গলাচিপায় পাঁচ জন ভুয়া নৌ-বাহিনী ও কোষ্টগার্ডকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মরিচবুনিয়া গ্রামের কেশব সরকারের ছেলে মো. আলী এলাইচ প্রশান্ত (২৮), কুমিল্লা জেলার বুড়িংচর থানার জগত পুর গ্রামের আ. জজু মিয়ার ছেলেরা সেল খাঁন (২৯), গলাচিপা উপজেলার কালিকাপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২২), ফুলখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে মহিবউল্লাহ হাওলাদার (২০), দক্ষিণ চরবিশ্বাস গ্রামের বেল্লাল আকনের ছেলে সোহাগ আকন (১৮)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস ও গলাচিপা থানার এসআই মো. জাকারিয়া-এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা স্লুইজ গেট থেকে এদেরকে গ্রেফতার করে।এ সময়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, ৬ টি মোবাইল ফোন, বিভিন্ন প্রজাতির ১৭ কেজি মাছ ও ৩ টি জাল জব্দ করা হয়। এ ব্যাপারে এস আই মো. জাকারিয়া বলেন, ওরা বিভিন্ন সময়ে নৌ-বাহিনী ও কোষ্টগার্ড পরিচয় দিয়ে সাধারণ জেলেদেরকে ভয়ভীতি দেখিয়ে এসব মালামাল জোর পূর্বক নিয়েআসে।

খবর পেয়ে আমরা টাকা ও মালামাল সহ হাতে নাতে ওদেরকে গ্রেফতার করি। পরে আজ মঙ্গলবার বেলা সারে ৩ টার সময় আসামীদের কোর্টে চালান করা হয় বলে তিনি ধনহবংি২৪.পড়স এর প্রতিনিধি কে জানান।

এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত