![জবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/bsl_abnews_133557.jpg)
জবি, ০৩ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১লা এপ্রিল নগরভবনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাকসুদ রানা মিঠু, শাবিনা আক্তার শিউলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দীন এবং দারুস সালাম শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সাজু।এ সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসইন এবিনিউজকে বলেন, বিষয়টি সম্পূর্ণ সত্য। অামরা জবি কমিটি স্থগিত করেছি। সেই সাথে ঘটনার সত্যতা যাচাইয়ে ছয় সদস্যের তদন্ত কমিটি করেছি।
এ বিষয়টি জানতে চাইলে সাইফুর রহমান সোহাগ এবিনিউজকে বলেন, জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় কার্যক্রম চালাতে পারবে না।
উল্লেখ্য, গত এক এপ্রিল দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে আলীয়া মাদ্রাসা ও জবি ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এবিএন/মোস্তাকিম ফারুকী/জসিম/এমসি