
ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অ্যাকাউন্টে লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তকে বানোয়াট ও মনগড়া বলে অভিহিত করেছেন দলের নেতারা।
রাজধানীর নয়াপল্টনে আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বিএনপির নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ বলেন, ‘বানোয়াট ও মনগড়া এই ধরনের খবরে দুদকের অনুসন্ধানের ঘোষণার এই প্রয়াসে নিন্দা জ্ঞাপন করছি। শীর্ষ নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা রিপোর্টটি দুদক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে।’