![নন্দীগ্রামে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে উঠান বৈঠক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/nandigram-abnews_133567.gif)
নন্দীগ্রাম (বগুড়া),০৩ এপ্রিল, এবিনিউজ : বগুড়া নন্দীগ্রামে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, যৌন হয়রানী ও মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সদর ইউনিয়নের রনবাঘা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রোগ্রাম অফিসার রুহুল আমিন প্রমুখ।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/এনকে