![হাতীবান্ধায় ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে টেউ টিন বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/lalmonirhat-abnews_133573.gif)
লালমনিরহাট (রংপুর), ০৩ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে টেউ টিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও ইউএনও আমিনুল ইসলাম এ টিন বিতরণ কর্মসুচীর উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- পিআইও ফেরদৌস আহেম্মদ, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন।
অনুষ্ঠানে ইউএনও আমিনুল ইসলাম জানান, সম্প্রতি শিলা বৃষ্টিতে বসত বাড়িসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে টেউ টিন দিয়ে সহযোগিতা প্রদান করা হবে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে