বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দরগাহপুর-বাঁকা ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন

দরগাহপুর-বাঁকা ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন

আশাশুনি (সাতক্ষীরা), ০৩ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলাধীর দরগাহপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন দরগাহপুর-বাঁকা ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

আ. কুদ্দুসের সভাপতিত্বে ও আ. মুকিতের পরিচালনায় নতুন কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পাইকগাছা থানা আওয়ামীলীগ সদস্য কামরুল ইসলাম ও আরশাদ বিশ্বাস, ইউপি সদস্য শেখ বখতিয়ার উদ্দীন ও আ. সাত্তার গাজী, দরগাহপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শেখ শামীনুর রহমান শামীম, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, রাড়–লী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শীমুল গাজী, ইট-ভাটা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি রাজ্জাক আলী গাজী।

অনুষ্ঠানে দরগাহপুর মটর সাইকেল চালক সমিতির সভাপতি খন্দকার জিয়া উদ্দীন, যুবলীগ নেত শেখ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে আঃ কুদ্দুস শেখকে সভাপতি ও শেখ আ. মুকিত খোকনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পুঃনাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আয়ুব আলী শেখ ও আ. সালাম, সহ-সম্পাদক রাশেদুল ইসলাম ও আজিদুল সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ও আনিছুর রহমান (১), দপ্তর সম্পাদক আনিছুর রহমান (২) ও মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ জামিরুল ইসলাম ও আ. জলিল, ক্রিড়া সম্পাদক মুজ্জাম্মেল সরদার, হাসান সরদার ও আফজাল হোসেন।

লাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আক্তারুজ্জামান ও ইকরামুল হক।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত