![নরসিংদীর শিবপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/arrest_abnews_133582.jpg)
নরসিংদী, ০৩ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর শিবপুরের চন্দনদিয়া থেকে একটি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ বাইজিত (২০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার চন্দনদিয়া তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাইজিত উপজেলার পুটিয়া ইউনিয়নের চন্দনদিয়ার মো: ইউসুফ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) জানান, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার চন্দনদিয়ায় তার বাড়ির সামনে দাড়িয়ে থাকা অবস্থায় ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমি ও আমার ফোর্স দৌড়ে এই সন্ত্রাসী বাইজিতকে আটক করি। পরে তার দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিলো। মানুষ তার ভয়ে মুখ খুলতো না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালেয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করি। এই অভিযান অব্যাহত থাকবে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি