বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ’র বৈঠক

লালমনিরহাটে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ’র বৈঠক

লালমনিরহাটে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ’র বৈঠক

লালমনিরহাট, ০৪ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধ, সীমান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পরিকল্পনা নিয়ে বুধবার জেলার হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সীমান্তে ৯১২ নং আন্তজার্তিক সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ৫ ঘন্টা ব্যাপী বিএসএফ ও বিজিবি’র এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল ই এম আজিজুল কাহ্হার ও ভারতের পক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র ফালাকাটা ক্যাম্পের ডিআইজি শ্রী আই পি ফাটিয়া নেতৃত্বে দেন। বৈঠকে দুই সীমান্তে সীমান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পরিকল্পনা, চোরচালান রোধসহ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখাতেই নানা সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র লালমনিরহাট ক্যাম্পের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত