![শাবির ওয়েবসাইট হ্যাকড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/sust-_133767.jpg)
শাবি (সিলেট), ০৫ এপ্রিল, এবিনিউজ : হ্যাকারদের কবলে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট। বুধবার রাতে এক হ্যাকার সাইটটি হ্যাক করে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েবসাইট হ্যাকিং অবস্থায় আছে।
বুধবার রাত ১২টার দিকে ফেসবুকে ‘লুলয সেক’ নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেয়া হয়। ওই পোস্টে বলা হয়, ‘সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’
ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম বলেন, ওয়েবসাইট হ্যাকিংয়ের বিষয়টি শুনেছি। আমরা দ্রুত উদ্ধারের কাজ করছি।
২০১৫ সালে আরেকবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়েছিল।
এবিএন/সাদিক/জসিম