শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দিবর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন

দিবর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন

দিবর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ, ০৫ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর বাস্তবায়নে বুধবার বিকেলে উপজেলার দিবর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পূর্নঃ নির্মান কাজের শুভ উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে করা হয়েছে।

পরিবার পরিকল্পনা নওগাঁর উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. মীর মোঃ আব্দুল হান্নান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌদুরী বাবু, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্না, উপজেলা পঃপঃ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ ডাঃ ফারহানা রহমান সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বিশাল এক জনসভায় জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত