![খুলনায় নিখোঁজ বিএনপি নেতা রামুতে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/nazrul_133774.jpg)
খুলনা, ০৫ এপ্রিল, এবিনিউজ : খুলনা জেলা বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক ও মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম মোড়লকে কক্সবাজারের রামু উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন মোল্লা আজ বৃহস্পতিবার সকালে জানান, মোবাইল ট্র্যাকিং করে নজরুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। তাকে খুলনায় নিয়ে আসতে ডুমুরিয়া উপজেলা থেকে পুলিশের একটি দল এরই মধ্যে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।
নজরুল ইসলামকে খুলনায় নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ সুপার।
গত ১৭ মার্চ শনিবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নজরুল ইসলামের ব্যবহৃত টুপি ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। ওই দিন রাতেই নজরুলের স্ত্রী তানজিলা খানম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বলা হয়, জনৈক হালিমের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে নিজেই তা চালিয়ে মঙ্গলকোট যাচ্ছিলেন। সেদিন রাত ৮টার দিকে বেতাগ্রাম ফিডার রোড়ে এলাকাবাসী পরিত্যক্ত অবস্থায় নজরুলের টুপি ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন।
এবিএন/সাদিক/জসিম