শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের জরিমানা

বদলগাছীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের জরিমানা

বদলগাছীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের জরিমানা

বদলগাছী (নওগাঁ), ০৫ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রির দায়ে ২ জনের জরিমানা করেছে ভ্র্যামমান আদালত।

জানা যায়, উপজেলার পাহারপুর ইউপির খোজাগাড়ী গ্রামের বৈদ্যনাথ এর একটি গাভী প্রায় ১০ দিন ২টি বাচ্চা প্রসব হওয়ার পর অসুস্থ্য হয়ে পড়ে।

গতকাল বুধবার বিকেলে গার্ভীটি মুর্মস্ব অবস্তায় ২ হাজার টাকায় ক্রয় করে একয় ইউপির দাড়িশন গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে হাসান কষায় (৪৫) ও অফিজ উদ্দীনের ছেলে জহুরুল (৩৫)। কিছু মাংস বিত্রিুর পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ দুই জনকে আটক করে থানায় নিয়ে আশে।

পরের দিন ভ্রামমাণ আদালতের ম্যাধমে উপজেলা নির্বাহী ম্যাজেষ্টট্র (ভূমি) মো. রওশন আলী ৫ হাজার টাকা জরিমানা করে।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত