![টাঙ্গাইলে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন অব্যাহত র্যাব কমান্ডারের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/tangail-rab-hsc_133780.jpg)
টাঙ্গাইল, ০৫ এপ্রিল, এবিনিউজ : এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন অব্যাহত রেখেছেন টাঙ্গাইল সিপিসি-৩ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল পরিদর্শন করেন। প্রথমে শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় পরিদর্শন করেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে পৌর এলাকার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ছিলেন।
পরিদর্শন শেষে র্যাবের কোম্পানি কমান্ডার অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। দেশ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। ছাত্র-ছাত্রীরা যাতে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে সেদিকে অভিভবিকদের খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত রাখতে র্যাবের এ পরিদর্শন ও অভিযান অব্যাহত থাকবে। ছাত্র-ছাত্রীরা যাতে প্রশ্নপত্র ফাঁস ও নকলের সাথে জড়িত না থাকে অভিভাবকদের সেদিকে নজর দেওয়ার আহবান জানান। আর প্রশ্নপত্র ফাঁসের সাথে ব্যাক্তি বা কোন মহল জড়িত থাকলে তা র্যাবকে অভিহত করার আহবান জানান।
পরিদর্শনকালে র্যাবের উপ- সহকারি পরিচালক মোঃ আকরাম হোসেন, টহল কমান্ডার আব্দুর রশিদ সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিএন/তারেক আহমেদ/জসিম/নির্ঝর