![চট্টগ্রামের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/human_cain_abnew_133790.jpg)
চট্টগ্রাম, ০৫ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের ফটিকছড়ি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক এম এস আকাশের বিরুদ্ধে ৫৭ ধারায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক আকাশ সরকারি প্রকল্পে দুর্নীতির সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়েছে। সংবাদ প্রকাশের পর উপজেলার শীর্ষ কর্মকর্তারা সরকারী প্রকল্পের টাকা হরিলুটে ব্যর্থ হয়ে সিন্ডিকেট করে আকাশের নামে ৫৭ ধারায় মামলা দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, মামলা দিয়ে সাংবাদিকদের কলমকে দমিয়ে রাখা যাবেনা। পেশাদার ও নীতিবান সাংবাদিকরা এ ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তাদের লেখনি অব্যাহত রাখবে।
সাংবাদিক নেতারা আরো বলেন, অনিয়মের প্রতিকার না করে উল্টো মামলাকারীদের উস্কানী দিচ্ছে ক্ষমতাসীন গুটিকয় নেতা। অনতিবিলম্বে আকাশের বিরুদ্ধে দাযেরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
এসময় সাংবাদিক নেতারা বলেন, আকাশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে সাংবাদিকরা এমপি’র বাড়ি ঘেরাও করবে।
এসময় বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. ফারুক।
আরো বক্তব্য রাখেন- সিএমইউজে’র সিনিয়র সদস্য সাইফুল্লাহ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মহসিন কাজী, হোসেন তৌফিক ইফতেখার, রাজীব সেন প্রিন্স, আবু মুছা জীবন, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্ত্তী প্রমুখ।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি