কাউখালী (পিরোজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৫ বরণে পিরোজপুরের কাউখালীতে উদযাপনের উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ইউএনও ইসরাত জাহান সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন।
আরো উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চানঁ, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসক্লাব সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকগন প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি