শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চট্টগ্রামে পৃথক গাড়িচাপায় দুই পথচারীর মৃত্যু

চট্টগ্রামে পৃথক গাড়িচাপায় দুই পথচারীর মৃত্যু

চট্টগ্রাম, ০৫ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন পথচারী। গতকাল বুধবার রাত ৯ টা থেকে গভীর রাত ৩টার মধ্যে নগরীর ওয়াসার ও নিউমার্কেট মোড় এলাকায় গাড়ি চাপায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যুবরন করেন কবির হোসেন (২০) নামে এক পথচারী। কবির নোয়াখালী জেলার চর সানউল্লাহ এলাকার মফিজুর রহমানের ছেলে। খুলশী থানাধীন ওয়াসার মোড়ে দোতলা বাসের নিচে চাপা পড়ে মৃত্যু বরণ করে মো. রিফাত (৩৫) নামে অপর এক পথচারীর। রিফাত সদরঘাট থানা পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার শাহাদাত হোসেনের ছেলে বলে জানা গেছে।

মৃত্যুর খবর নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন গভীর রাতে নিউ মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহতবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হন কবির। কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষন শেষে রাত ৩টার সময় মৃত ঘোষণা করেন।

এর আগে রাত সোয়া নয়টায় খুলশী থানাধীন ওয়াসার মোড়ে দোতলা বাসের নিচে চাপা পড়ে মো. রিফাত। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রিফাতকে মত ঘোষণা করেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত