
ঢাকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ‘ইসলামি ব্যাংকিংয়ে ফান্ড ম্যানেজমেন্ট ও তারল্য ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আইবিসিএফ এবং সিডিবিএলের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এবং ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান আরা¯ুÍ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষার্নাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
প্রধান অতিথি আজকের প্রেক্ষাপটে ব্যাংকারদের ফান্ড ব্যবস্থাপনা ও তারল্য ব্যবস্থাপনার গভীর জ্ঞান অর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব-উল-আলম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে সেশন পরিচালনা করেন আইসিবি ইসলামিক ব্যাংক লিঃ এর ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোঃ ফরিদউদ্দিন আহমেদ এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সিরাজ।
কর্মশালায় ৯টি ব্যাংকের ২০ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এবিএন/সাদিক/জসিম