ভোলা, ০৫ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মরহুমর নাজিউর রহমান মঞ্জুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় এক বিশাল শোক র্যালি বের হয়।
আজ বৃহস্পতিবার সকালে ‘আমরা আমাদের নেতাকে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, কালিনাথ রায়ের বাজার, পুরাতন বাস স্ট্যান্ড হয়ে জেলা বিজেপি কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে শোক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিজেপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাছিন বিল্লাহ, কেন্দ্রীয় বিজেপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, সদর উপজেলা বিজেপির সভাপতি আবদুল্লাহ আল মামুন খসরু, সম্পাদক আলমগীর হোসেন মানিক বাঘা।
আরো উপস্থিত ছিলেসন- পৌর বিজেপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফিরোজ আলম, ভোলা জেলা যুবসংহতির নুরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব মো. মাইনুদ্দিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গোলাম হোসেন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট, সদস্য সচিব মো. শাজাহান, ভোলা জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব কামাল উদ্দিন সর্দার প্রমুখ।
এসময় ভোলা জেলা বিজেপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিজেপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি