শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

গোদাগাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

গোদাগাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী), ০৫ এপ্রিল, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা হলরুমে শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ ল্যাপটপ বিতরণ করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ নেওয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার নূর-উন- নাহার রুবিনা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিজ্ঞান মনস্ক মেধা বিকাশের লক্ষ্যে বর্তমান সরকার শৈশবকাল থেকে তাদেরকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাচ্ছে। শিশুদেরকে কম্পিউটার ও ইন্টারনেটের সাথে পরিচিতি ঘটানোর জন্য সরকার তৃণমূল পর্যায়ে এ সকল ডিজিটাল উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক, ভাইস চেয়াম্যান কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত