শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা

মনপুরায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মনপুরায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ভোলা, ০৫ এপ্রিল, এবিনিউজ : ভোলার মনপুরায় স্কুল রুমে শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত এনামের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন শিক্ষক নেতারা।

এসময় শিক্ষক নেতারা গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।

আজ বৃহস্পতিরবার সকাল ১১টায় প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা থেকে মিছিল নিয়ে মনপুরা প্রেসক্লাবে সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনিুষ্ঠত হয়।

মানববন্ধনে ‘এনামের শাস্তি চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামের বিচার চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামকে গ্রেফতার কর’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা চাই’ সংবলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে মানবন্ধনে অংশগ্রহন করেন শিক্ষকরা।

মানববন্ধনে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম বলেন, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত এনাম হাওলাদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন এনাম হাওলাদারকে গ্রেফতার করতে না করলে আরোও কঠিন কর্মসূিচ দিবেন তারা।

প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. রুবেল বলেন, অভিযুক্ত এনাম হাওলাদারকে গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান গতি দেখছিনা। আমরা বাধ্য হয়ে রাস্তা নেমেছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে আগামী শনিবার শিক্ষক নেতারা আলোচনা করে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে চর কৃষ্ণ প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ঝর্না আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে থেকে জাতি গঠনে শিক্ষার্থীদের পাঠদান করার কথা। কিন্তু বাধ্য হয়ে আজ আমরা রাস্তায়। অভিযুক্ত এনামকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে মনপুরার শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনার দাবি করেন প্রশাসনের কাছে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। তিনিও অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে প্রশাসনকে অনুরোধ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল জলিল ভূঁঞা জানান, শিক্ষিকাকে ধর্ষণ চেষ্ঠায় অভিযুক্ত এনামকে দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। আশাকরি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, অভিযুক্ত এনামকে গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আশা করি, তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত