জবি, ০৫ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, মেধার বিকল্প কোঠা হতে পারে না। ছাত্রদের বেশি বেশি করে মেধার চর্চা করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উন্নত হতে হবে। তাহলে দেশ উন্নত হবে। কারো একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব না।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত নবীন বরণ, মেধা বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যে তার নিজস্ব ইতিহাস জানে না তার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হতে পারে না। সে কখনো বড়ও হতে পারে না। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করেছিলেন। প্রথম নারী শিক্ষার আন্দোলনকারী বেগম ফয়জুনন্নেসা কুমিল্লার সন্তান। আমাদের নিজ এলাকার সাথে সাথে দেশের ইতিহাস জানতে হবে। ছাত্রদের সন্ত্রাস হতে বিরত থাকতে হবে, সেই সাথে সন্ত্রাস প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে.এম মনিরুজ্জামান, জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল প্রমুখ।
এবিএন/মোস্তাকিম ফারুকী/জসিম/এমসি