![পার্বতীপুরে রেল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা উচ্ছেদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/parbotipur-map_133804.jpg)
পার্বতীপুর (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দেশের বৃহত্তর দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে অবৈধ স্থাপনা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৮০টি অবৈধ্য বিদ্যুৎ সংযোগের অপরাধে নগদ ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১ হাজার মিটার বৈদ্যুতিক কেবল জব্দ করা হয়।
গতকাল বুধবার অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তালেব মো. সামসুজ্জামান।
অবৈধ্য উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্বদানকারী প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা ড. মো. আব্দুল মান্নান বলেন, অবৈধ স্থাপনা জংশন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮০ জনের অবৈধ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো জানান, অবৈধ্য স্থাপনা ও অবৈধ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন।মর্মে সবাইকে অবহিত করেন।
অভিযান চালাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রদীব কুমার সাহা, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মো. খাইরুল ইসলাম ও কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু।
অভিযান পরিচালনকালে সেখানে বিপুল পরিমাণ আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি