শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

পার্বতীপুর (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কে ট্রাক চাপায় সাদিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি বাজারের আ. লতিফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, আজ বৃহস্পতিবার ভোরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ী আসার পথে পিছন থেকে ট্রাকটি তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে একটি খালি ট্রাক (ঢাকা- মেট্রো -ট-২০১৪৬১) পার্বতীপুর-বেলাইচন্ডি বাজারে জব্বারের হোটেলের সামনে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

এবিএন/এম এ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত