![কালিরহাটে আগুনে দোকান পুড়ে ছাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/fire_abnews_24_133807.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০৫ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলের কালিরহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে বড় বড় দু’টি গালামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত মসজিদটির কিছু অংশ ওয়াল ঝলসে গেছে। পুড়ে গেছে দুই দোকানের প্রায় ২ লাখ টাকার সম্পদ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কালিহাট বাহারে ঘটনাটি ঘটে।
স্থানীয় নুর-আলম মাষ্টার ও আব্দুল লতিফ জানায়,আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে তা কেউ বলতে পারছেন। তবে দোকানের মালিক সমন্বয়পাড়ার বাদশা খন্দকারের ছেলে মেনহাজুল ইসলাম জানান, তার দোকানে কেউ পূর্ব শত্রুতার কারণে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও জানান তার দোকানসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
এবিএন/অনিল চন্দ্র রায়/জসিম/এনকে