বিরল (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের কুঠিবাড়ী সেক্টর সদর দপ্তরে ৪২ বিজিবি'র কর্মকর্তা ও কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছেন।
আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর সন্ধানী'র একটি ইউনিট এর আয়োজন করে।
৪২ বিজিবি'র অধিনায়ক (সিও) লে. কর্ণেল মাহবুব মোর্শেদ (পিএসসি) নিজে রক্তদানের মাধ্যমে রক্তদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় সন্ধানী'র যুগ্ম সম্পাদক ( প্রচার ও প্রকাশনা) জি এম রিফাত, সদস্য ইমতিয়াজ আহমেদ, সিয়াম সামস, ফয়সাল সাফিসহ বিজিবি'র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ১লা জুলাই/২০১৭ তারিখে ৪২ বিজিবি'র ৪৮ জন কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেছিলেন লে. কর্ণেল মাহবুব মোর্শেদ এর নেতৃত্বে।
এবিএন/সুবল রায়/জসিম/এনকে