শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নন্দীগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নন্দীগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নন্দীগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নন্দীগ্রাম (বগুড়া), ০৫ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে বাংলা নববর্য উদযাপ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ভদ্রাবতীতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সহ-সভাপতি আব্দুল বারীক, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিএন/আদ্বৈত কুমার আকাশ/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত