![ভালুকায় জমি নিয়ে বিরোধ: মুক্তিযোদ্ধার কন্যা সন্তান লাঞ্চিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/valuka_abnews_24_133813.jpg)
ভালুকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার ভরাডোবা গ্রামের এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার ভরাডোবা গ্রামের সোহাগ, সোহেল ও সুমন মিয়া গংদের সাথে নেত্রকোনা জেলার, আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কন্যা ও ভরাডোবা গ্রামের আব্দুস সোবাহানের পুত্রবধু সালমা আক্তারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার দরবার শালিষ করেও কোন সুরাহা হয়নি। গতকাল বুধবার সোহেল গংরা পূর্বপরিকল্পিত ভাবে জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দিতে এসে মুক্তিযোদ্ধা কন্যা সালমা আক্তার, তার শশুর আব্দুস সোবাহান, দেবর কামরুল ইসলামসহ অন্যরা প্রতিপক্ষের হাতে শারিরিকভাবে লাঞ্চিত হয়।
ওই ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার ওসি মামুন-অর-রশিদ জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/এনকে