চিরিরবন্দর (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর রহমানিয়া বালিকা মাদ্রাসায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. হামিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম নুরু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ শাহ্, সাধারণ সম্পাদক সুলতান আলম, অভিভাবক মকবুল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/এনকে