শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির ভবন উদ্বোধন

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির ভবন উদ্বোধন

হবিগঞ্জ, ০৫ এপ্রিল, এবিনিউজ : আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানীর পর্যায়ে রয়েছে বিষয়টি। সরকারের হস্তক্ষেপ থাকার যে অভিযোগ বিএনপি করছে, তা হলো তাদের রাজনৈতিক বোমাবাজি । জামাতের রাজনীতি প্রসংগে তিনি বলেন এ সম্পর্কিত আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপনের জন্য প্রস্তত রয়েছে। পরে মন্ত্রী জেলা আইনজীবি সমিতি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।

সমিতির সভাপতি এডভোকেট মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট লূৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন এডভোকেট মো. আবু জাহির এম পি, এডভোকেট মো. মাহবুব আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এডভোকেট আমাতুল কিবরিয়া এমপি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, যুগ্ম সচিববিকাশ কুমার সাহা, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু, একাধিক ভবন নির্মাণ, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীতকরণ, বলভদ্র সেতু নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়নসহ যুগান্তকারী উন্নয়ন কার্যক্রম সম্পাদনের জন্য তাকে এই সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে হবিগঞ্জে গত কয়েকদিনে চলছে জালাল স্টেডিয়ামে বিশাল কর্মযজ্ঞ। শহরের বিভিন্ন প্রান্তে সুদৃশ্য তোরণ, রং-বেরঙ্গের ব্যানার, পোস্টারসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে হবিগঞ্জকে। দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবিএন/মো. নুরুজ্জামান ভুইয়া/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত