![শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/kitchen_abnews_133834.jpg)
শিবপুর (নরসিংদী), ০৫ এপ্রিল, এবিনিউজ : শিবপুর পশ্চিম পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী হাজী সুরুজ মিয়ার ছেলে মনির হোসেনসহ আরও অজ্ঞাত ২/৩ জন আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নোংড়া আবর্জনা দিয়ে বসত বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ করেন বাড়ির মালিক মো. হুুমায়ন কবির।
জানা যায়, প্রতিবেশী মনির হোসেন বাড়ির মালিকের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বাড়ির গেইটে ধাক্কা-ধাক্কি করে।
একপর্যায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে না পেরে বাহির থেকে নোংড়া আবর্জনা ও কাদা দিয়ে ঘড়ের বিছানায়, রান্না ঘর, ফ্রিজ, কাপড় ও ৩টি রুম নোংরা করে ফেলে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন ও বিষয়টির সত্যতা শিকার করেন শিবপুর মডেল থানার এস.আই আফতাব হোসেন।
বাড়ির মালিক মো. হুুমায়ন কবির জানান, শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি