বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাবি এবং ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাবি এবং ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাবি এবং ইবি

রাবি, ০৫ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠেয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে লড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফুটবল টিম।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ইবির কেন্দ্রীয় ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে খেলায় ট্রাইব্রেকারে ঢাবিকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিনের দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

এবিএন/উজ্জ্বল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত