
ঢাকা, ০৫ এপ্রিল, এবিনিউজ : বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজীব মা-বাবা হারানো এতিম। এ কারণে সরকার তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে। রাজীবের আরো দুই ভাইয়ের ভবিষ্যতের দিকটি খেয়াল রেখে রাজীব সুস্থ হলে তাকে সরকারি চাকরি দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজীব হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।