বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উলিপুরে ধানের ব্লাস্ট রোগের ব্যবস্থাপনা বিতরণ

উলিপুরে ধানের ব্লাস্ট রোগের ব্যবস্থাপনা বিতরণ

উলিপুরে ধানের ব্লাস্ট রোগের ব্যবস্থাপনা বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম), ০৫ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে ধানের ব্লাস্ট রোগের ৪০ হাজার ব্যবস্থাপনা বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপ-সহকারি কৃষি অফিসারের মাধ্যমে এ ব্যবস্থাপনা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে উপজেলা কুষি অফিসার অশোক কুমার রায় জানান।

তিনি আরো জানান, স্টেন্জা, ট্রুপার, নাটিভো, নোভিটা, উল্কা প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম হারে মিশিয়ে ৫ শতক জমিতে ও সেলটিমা ও ফিলিয়া প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।

এছাড়া ব্লাস্ট রোগের অনুমোদিত যে কোনো ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিতে হবে। ব্লাস্ট রোগ থেকে ধান রক্ষা করতে হলে জমিতে পানি রাখতে হবে, ধান বের হওয়ার আগে ও পরে ২ বার (ধানের শীষ বের হলে বিকেলে) স্প্রে করতে হবে।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত