![তালায় ভয়াবহ অগ্নিকান্ড, প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/fire_abnews_133842.jpg)
তালা (সাতক্ষীরা), ০৫ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরার তালায় ঘরের ভিতরের থাকা সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অলৈকিকভাবে অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন।
আজ বৃহস্পতিবার সকালে ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের পুত্র নাজমুল ইসলামের বাড়িতে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকির্টের মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ডের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাতক্ষীরার তালা উপজেলা ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের পুত্র নাজমুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার সকালে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে তালাবদ্ধ ঘরে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা কম্পিউটার, প্রোজেক্টরসহ সব মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা। তবে অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জল কুমার মৈত্র বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম সদস্যবৃন্দ ঘটনাস্থল পরেদর্শন করেছেন।
এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি