![ফুলবাড়ীয়ায় ২টি স্কুল, রাস্তা ও ব্রীজ এর উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/mp_abnews_133844.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০৫ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ১নং নাওগাও ইউনিয়নের বগাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনসহ বানার নদীর উপর নব নির্মিত ব্রীজ এর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অালহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন থানা অফিসাস ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রুহুল অামিন, ইউপি চেয়ারম্যান অা. রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার জীবনে অারা খাতুন, উপজেলা অাওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক ওয়াদুদ অাকন্দ দুদু, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মো. হারুন অর রশিদ, যুবলীগের অাহবায়ক অা. কদ্দুছ, যুগ্ম- আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল, শাকের খান, শ্রমিকলীগের যুগ্ম-অাহ্বায়ক অাহসান হাবিব ইলিয়াস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।
বিকেলে বুটের বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১নং নাওগাও ইউনিয়ন অাওয়ামী লীগের এক জনসভায় সাংসদ অালহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট বলেন, শুধু নওগাও ইউনিয়নই নয়। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অাপনারা যারা নৌকার কর্মী তারা বুক ফুলিয়ে সাহস নিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে পারবেন। অনেক কাজ এখন ও বাকী রয়েছে। সেগুলি করতে হবে। এর জন্য বঙ্গবন্ধুর কন্যাকে মানে নৌকার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
তিনি আরো বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশকে স্বপ্লঅায়ের দেশ থেকে মাধ্যম অায় থেকে উন্নত করেছেন। তিনিই বাংলাদেশকে উন্নয়শীল রাষ্ট্রে পরিণত করেছেন।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি