![টাঙ্গাইলে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/sova_abnews_133845.jpg)
টাঙ্গাইল, ০৫ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পাতিবার বিকেলে জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে আয়োজিত মেলা সমাপ্ত ঘোষণা করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আব্দুল্লাহ সাজ্জাদ।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
এর আগে সকালে আয়োজিত বিতর্কিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগীতায় প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আনিকা তাহসিন অথৈ, দ্বিতীয় তাসনিম আরেফিন, তৃতীয় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান পায়েল।
বিতর্ক প্রতিযোগীতায় প্রথম হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত ইসলাম হুমায়রা, দ্বিতীয় মিম আতিক সিদ্দিকী ওহি, তৃতীয় মেহেরুন্নেসা অর্থী। পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি