শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পাতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে এক মতবিনিময় ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী।

মতবিনিময় ও আইন শৃঙ্খলা সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোছা. হাসিনা পারভীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিমুদ্দিন, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার রায়, ফুলবাড়ী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, ফুলবাড়ী প.প. কর্মকর্তা ড. নুরুল ইসলাম, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, বেতদিঘি ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহ্ মো. আব্দুল কুদ্দুস।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান, যুবউন্নয়নের কেডিট সুপার ভাইজার শ্রী অরুণ কুমার গোস্বামী, আনছার ভিডিপি’র ভার প্রাপ্ত কর্মকর্তা মোছা. মাহমুদা, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা মোছা.মাজনুন্নাহার মায়া।

আরো উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার মো. আলিফ উদ্দিন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর সরকার, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, মাই টিভি প্রতিনিধি মো. ফিজারুল ইসলাম ভুট্টু।

মতবিনিময় ও আইন শৃঙ্খলা সভাটি পরিচালনা করেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ।

এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, স্কুল কলেজের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মতবিনিময় ও আইন শৃঙ্খলা সভায় সকলের কথা ধর্য্য সহকারে শুনেন।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত