শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৬

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৬

ঝিনাইদহ, ০৫ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সপ্তাহব্যাপী ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৩২ জন, শৈলকুপা থেকে ১৪ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন কালীগঞ্জ থেকে ১২ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত