শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হাকিমপুর উপজেলায় পথশিশুদের মাঝে বই বিতরণ

হাকিমপুর উপজেলায় পথশিশুদের মাঝে বই বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হতদরিদ্র পথশিশুদের মাঝে বই বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় হাকিমপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

হাকিমপুর বৈগ্রাম মুকুল ক্লাব এন্ড লাইব্রেলীর সভাপতি মো. মনিরুল ইসলাম মনির শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিক এর হাতে হাকিমপুর বৈগ্রাম মুকুল ক্লাবের সভাপতি বই তুলে দেন।

পরে প্রধান শিক্ষক অসহায়, হতদরিদ্র পথশিশুদের মাঝে বই বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আসরাফুল ইসলাম, হাকিমপুর বৈগ্রাম মুকুল ক্লাবে সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী।

শেষে বিদ্যালয়ের সভাপতি ও বৈগ্রাম ক্লাবের সভাপতি ও সদস্যদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত