লক্ষ্মীপুর, ০৫ এপ্রিল, এবিনিউজ : লক্ষ্মীপুরে এবার ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে দুলাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে সদর উপজেলার বশিকপুর গ্রামে ভিকটিম ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয় এমন অভিযোগে থানায় মামলা করে তার পরিবার। ভিকটিম রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে ডাক্তারী পরীক্ষা নিরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিকিটি ও পরিবার জানায়, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার বখাটে মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এসময় মুকবুল ও তার সহযোগি দুলালসহ তাকে (ছাত্রীকে) শারীরিকভাবে নির্যাতন করে। পরে বিষয়টি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা।
ঘটনার ৩ দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারো নির্যাতনের চেষ্টা চালায় মুকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবীর সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা। পরে পূর্বের ঘটনাটি অভিভাবাকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর গতকাল বুধবার বিকেলে মুকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ভিকটিমের বাবা।
অভিযুক্ত দুলাল বশিকপুর ইউপির বড় রশিদপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে এবং মুকবুল একই গ্রামের হাবিব উল্যার ছেলে।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ঘটনায় অভিযুক্ত আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মুকবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি