শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পটিয়া (চট্টগ্রাম), ০৫ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় টুকটুকি গাড়ি উল্টে গিয়ে সামনের স্কেল ভেঙে মো. জাফর আলম (৫০) নামে এক প্লোট্রি ফার্ম ব্যবসায়ী নিহত হয়েছে।

এসময় নিহত জাফর আলমের পকেট থেকে স্মার্ট কার্ড পাওয়ায় পুলিশ তার পরিচয় দ্রুত নিশ্চিত করতে পেরেছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মনসা বাদামতল এলাকার সুগন্ধা পার্ক কমিউনিটি সেন্টরের সামানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর আলম কক্সবাজার সদরের উত্তর ডিকপাড়া এলাকার উলা মিয়ার পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার পুরাতন মহাসড়কের সুগন্ধা পার্কের সামনে সিএনজি চালিত ৩ চাকার টুকটুকি গাড়ি চট্টমেট্টো-প-০৫-১৪৩৮ যোগে বোয়ালখালী থেকে পটিয়া সদরে আসার পথে টুকটুকি গাড়ির সামনের স্কেল ভেঙে রাস্তার উপর উল্টে গিয়ে ঘটনাস্থলে জাফর আলম নিহত হন।

নিহতের পুত্র রায়হান জানান, তার পিতা একজন প্লোট্রি ফার্ম ব্যবসায়ী। আমার পিতা ব্যবসার কাজে নিজ বাড়ি কক্সবাজার থেকে সকাল ৭টার সময় বের হয়। দুপুরে ফোনে জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় আমার পিতা নিহত হয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়ার বাদামতল এলাকায় টুকটুকি গাড়ির সামনের অংশ ভেঙে ১ জন নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত