![গাইবান্ধায় পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/gaibandha-abnews_24_133889.jpg)
গাইবান্ধা (রংপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া বলেন, আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সর্বস্তরেরর জনগণের উপস্থিতিতে জেলার সকল থানায় প্রতিমাসে একবার করে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
কেননা বর্তমানে পুলিশ বিভাগ জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে তাদের সেবা আরো নিশ্চিত করার লক্ষ্যে জনগণের সহায়তায় ব্যাপক তৎপরতা শুরু করেছে। যাতে দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি জনগণের কল্যাণে দ্রুত তাদের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে পারে। পুলিশিং কমিটি, ওপেন হাউজ ডে ছাড়াও ইতোমধ্যে পুলিশ বিভিন্ন জনকল্যাণমূলক সেবা চালু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আবু জাফর সাবু, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন-অর-রশিদ বাদল ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে