![এইচএসসি পরীক্ষায় ৬ জন বহিস্কার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/bohiskar_abnews_24_133895.jpg)
গাইবান্ধা (রংপুর), ০৫ এপ্রিল, এবিনিউজ : এইচএসসি পরীক্ষার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালে আজ বৃহস্পতিবার গাইবান্ধার অসদুপায় অবলম্বনের দায়ে ৩টি কেন্দ্রে ছয় পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
তাদের মধ্যে গোবিন্দগঞ্জের কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রে একজন, ফুলছড়ির বুড়াইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনজন এবং সাদুল্যাপুরের ধাপেরহাট শাহ আজগর ডিগ্রী কলেজ কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এনকে